একেই কি বলে সভ্যতা প্রহসনের সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
১. ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের প্রকাশকাল কত?
উ: ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের প্রকাশকাল ১৮৬০খ্রি:।
২. ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের অঙ্ক সংখ্যা ও গর্ভাঙ্ক সংখ্যা উল্লেখ কর।
উ: ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের ২টি অঙ্ক ও ৪টি গর্ভাঙ্গ (২+২) রয়েছে।
৩. ‘একেই কি বলে সভ্যতা’ নাটকে কটি গান রয়েছে?
উ: ১টি গান রয়েছে।
৪. ‘একেই কি বলে সভ্যতা’ নাটকটিকে আখ্যানপত্রে মধুসূদন দত্ত কি বলে উল্লেখ করেছেন?
উ: ‘একেই কি বলে সভ্যতা’ নাটকটিকে আখ্যানপত্রে মধুসূদন দত্ত প্রহসন বলে উল্লেখ করেছেন।
৫. ‘একেই কি বলে সভ্যতা’তে নবকুমারের পিতা কোথায় থাকতেন?
উ; ‘একেই কি বলে সভ্যতা’তে নবকুমারের পিতা বৃন্দাবনে থাকতেন।
৬. ‘একেই কি বলে সভ্যতা’তে নবকুমারের পিতা কোন ধর্মে বিশ্বাসী?
উ: ‘একেই কি বলে সভ্যতা’তে নবকুমারের পিতা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী।
৭. ‘একেই কি বলে সভ্যতা’ কার অনুরোধে রচিত হয়েছিল?
উ: রাজা ঈশ্বরচন্দ্র সিংহের অনুরোধে মধুসূদন ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটি রচনা করেন।
৮. ১৮৬৫ খ্রিষ্টাব্দের ১৮ই জুলাই শোভাবাজারের রাজা দেবী কৃষ্ণদেব বাহাদুরের উদ্যোগে ‘একেই কি বলে সভ্যতা’ প্রথম কোথায় অভীনিত হয়?
উ: ১৮৬৫ খ্রিষ্টাব্দের ১৮ই জুলাই শোভাবাজারের রাজা দেবী কৃষ্ণদেব বাহাদুরের উদ্যোগে ‘একেই কি বলে সভ্যতা’ প্রথম শোভাবাজার প্রাইভেট থিয়েট্যিক্যাল সোসাইটিতে অভীনিত হয়।
৯. ‘এবলিশ’ কথার অর্থ কি?
উ: ‘এবলিশ’ কথার অর্থ হল উঠিয়ে দেওয়া।
১০. জ্ঞানতরঙ্গিনী সভাটি কোথায় অবস্থিত?
উ: সিকদার পাড়ায় জ্ঞানতরঙ্গিনী সভাটি অবস্থিত।
১১. জ্ঞানতরঙ্গিনী সভাতে কাকে নতুন চেয়ারম্যান করা হয়েছিল?
উ: জ্ঞানতরঙ্গিনী সভাতে চৈতনকে নতুন চেয়ারম্যান করা হয়েছিল।
১২. নিতম্বিনীকে কে ব্রেন্ডি খাইয়েছিল?
উ: কালীবাবু নিতম্বিনীকে ব্রেন্ডি খাইয়েছিল।
১৩. যুবতীদের তাসখেলার দৃশ্যটি কোন অঙ্কে পাওয়া যায়।
উ: দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে তাসখেলার দৃশ্যটি রয়েছে।
১৪. ‘এখন কি আর নাগর তোমার
আমার প্রতি, তেমন আছে
নতুন পেয়ে পূরাতনে
তোমার যে যতন গিয়েছে’—‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনে এই গানটি কে গেয়েছেন?
উ: ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনে এই গানটি পয়োধরী গেয়েছেন।
১৫. সারজন সাহেব বাবাজীর ব্যাগ থেকে কতটাকা পেয়েছিল?
উ: ৪ টাকা পেয়েছিল।
১৬. ‘ওরা সকল কর্ম্মেই লীড দিতে চায়, আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কোন কর্ম্মই হবে না’—কে বলেছে?
উ: বলাই বলেছে।
১৭. ‘সাধের বষ্টুমী প্রাণ হারয়েছে আমার’—উক্তিটি কার?
উ: বামির উক্তি।
১৮. কালীনাথ ওলড্ ফুল কাকে বলেছে?
উ: কৃষ্ণপ্রসাদ ঘোষকে কালীনাথ ওলড্ ফুল বলেছে।
১৯. তবে একটু মাটি দেও, উড়ে বেয়ারাদের মতন নাকে তিলক কটে বসি’—কার উক্তি?
উ: কালীনাথের উক্তি।
২০. একেই কি বলে সভ্যতা’ প্রসহনটির প্রথম ও শেষ সংলাপ কার?
উ: প্রথম সংলাপ কালীনাথ ঘোষের। আর শেষ সংলাপটি হরকামিনীর।
২১. ‘আজকাল কলকেতায় যাঁরা লেপা পড়া শেখেন, তাঁদের মধ্যে অনেকেরই কেবল এই জামানটি ভাল জন্মে’—উক্তিরি কার?
উ: উক্তিটি ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনের হরকামিনীর।